Uncategorized

প্রলয়ঙ্কারী ভূমিকম্প : তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়ালো ৪৬ হাজার

  সবুজ আলো ডেস্ক 19 February 2023 , 8:10:23

ছবি: রয়টার্স

তুরস্ক-সিরিয়া সীমান্তে প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভূমিকম্পের ১২ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আর আশা নেই। তাই এখন ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহের খোঁজ চলছে ক্ষতিগ্রস্ত এসব অঞ্চলে। হালকা যন্ত্রপাতির বদলে এখন বুলডোজারের মতো ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। খবর আল জাজিরার।

এদিকে অলৌকিক কোনো ঘটনার প্রত্যাশায় বুক বেঁধে আছেন ভুক্তভোগী কয়েক হাজার মানুষ। অলৌকিক হচ্ছেও। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ১১দিন পর আনতাকিয়া শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় এক পরিবারের তিনজনকে। ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর বের করে আনা হয় তাদের। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে বাবা-মা বেঁচে গেলেও পানিশূন্যতায় পরবর্তীতে মৃত্যু হয় শিশুটির। তার আরও তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে ভবনের নিচে চাপা পড়ে।

ভূমিকম্পে শুধু তুরস্কেই প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬০০’র বেশি। ৬ হাজারের কাছাকাছি মৃত্যু নিশ্চিত হয়েছে সিরিয়ায়।