নিউজ ডেস্ক 18 March 2023 , 10:37:06
‘মুক্তিসংগ্রাম চলছে চলবে’ শ্লোগানকে সামনে নিয়ে সামাজিক রাজনৈতিক সংগঠন ‘মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ’ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ মার্চ) চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক এ্যাড. এস. এম. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক এস. এম. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন- ‘৭৫ এর সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ওয়াজেদ আলী খান, কেন্দ্রীয় মহাসচিব কাজী রফিকুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন ফারুক।
এছাড়াও অন্যান্যদের বক্তব্য দেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন, এ্যাড. স্বপ্না রানী সরকার, আলমগীর মোহাম্মদ, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, প্রকৌশলী মো. ওসমান গনি, আব্দুল গফুর মাস্টার, প্রভাত কুমার সরকার, মো. নজরুল ইসলাম, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, ইত্তেখারুল ইসলাম কল্লোল প্রমূখ। প্রথম অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আহবায়ক এ্যাড: এস,এম,আবদুর রউফ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক এ্যাড: এস,এম,আবদুর রউফকে সভাপতি ও সদস্য সচিব এস, এম, হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক হিসেবে কমিটির ঘোষণা দেন পরিষদটির কেন্দ্রীয় মহাসচিব কাজী রফিকুল ইসলাম। তার আগে সম্মেলনে নাম ও পদবীসহ একটি খসড়া কমিটি প্রস্তাব করা হয়।
সম্মেলনে উপস্থিত সব কাউন্সিলর এ কমিটির বিষয়ে পূর্ণ সমর্থন জানায়। এরপরই সম্মেলনে উপস্থিতি পরিষদটির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের অনুমোদন নিয়ে ঘোষণা দেওয়া হয় এ কমিটি।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হচ্ছেন- সহ-সভাপতি খন্দকার বজলুল করিম খাকছার, সহ-সভাপতি মো: আবদুল গফুর মাস্টার, কোষাধ্যক্ষ মো: রবিউল করিম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান ( আসাদ) এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর মোহাম্মদ।