সবুজ আলো ডেস্ক 23 April 2023 , 10:11:48
পাবনার চাটমোহরে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপন (কৃষ্ণচূড়া গাছ ) করা হয়েছে।
আজ রোববার (২৩ এপ্রিল) চাটমোহর রেলস্টেশনের প্ল্যাটফরম (বর্ধিত অংশ) এর পাশে এই বৃক্ষরোপন করা হয়।
রেলবাজারের ‘মিলেনিয়াম স্টুডিও এন্ড টেলিকম’ এর সত্ত্বাধিকারি এবং চাটমোহর শুভসংঘের সভাপতি মেহেদী হাসান সুজন এর উদ্যোগে ৪ টি সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাটমোহর স্টেশন মাস্টার মাসুম আলী খান, রেলবাজার বনিক সমিতির সভাপতি লিখন বিশ্বাস, পাবনা সরকারি মহিলা কলেজের প্রভাষক আলামিন হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার (অব.) ইউসুফ আলী মন্ডল, এনআরবিসি ব্যাংক এর চাটমোহর শাখা ব্যবস্থাপক কাওছার আহমেদ রুবেল, এইচ উমর হাউজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কে এম জাহিদুল ইসলাম শিপলু, এনজিও কর্মকর্তা হাশেম আলী, এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স এর আয়াতুল্লাহ খোমেনী প্রমুখ।
মিলেনিয়াম স্টুডিও এন্ড টেলিকম’ এর সত্ত্বাধিকারি মেহেদী হাসান সুজন বলেন, ‘আমি রেলবাজারকে নিয়ে ভাবি, রেলবাজার কে নিয়ে সুন্দর স্বপ্ন দেখি। রেলবাজারের সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ খুঁজি। রেলবাজার চাটমোহরের প্রবেশ দ্বার। দেশ বিদেশের বহুলোক চাটমোহর রেলবাজার দিয়ে আসা যাওয়া করে।রেলবাজার কে সাজাতে আমাদেরই উদ্যোগ নিতে হবে। আজ এই বৃক্ষরোপন (কৃষ্ণচূড়া গাছ ) তারই একটা ক্ষুদ্র প্রয়াস।’