Uncategorized

ভাঙ্গুড়ায় দিনে-দুপুরে দুটি সরকারি দপ্তরে চুরি

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 19 July 2023 , 10:16:25

ছবি : সিসিটিভি ফুটেজ থেকে নেয়া।

পাবনার ভাঙ্গুড়ায় দিনে-দুপুরে উপজেলার দুটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে।চোর সনাক্তের জন্য আজ বুধবার সকালে থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায় । এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিসে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পাঞ্জাবি-পায়জামা ও মাথায় টুপি পরিহিত একজন ব্যক্তি উপজেলা কৃষি কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন।এসময় তাঁর টেবিল রাখা হ্যান্ডব্যাগ থেকে এক হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।এর ঘন্টা খানেক আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজারের কক্ষ থেকে তাঁর ব্যাগ রাখা ৫ শতাধিক টাকা চুরি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান জানান, ঘটনার সময় তাঁরা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাক্ষিক প্রশিক্ষণে হলরুমে ছিলেন।দুপুর পৌনে ১ টার দিকে একজন ব্যক্তি তাঁর কক্ষে ঢুকে তাঁর হ্যান্ড ব্যাগে রাখা এক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বেলা ১১ টার একাডেমিক সুপারভাইজার রিতা রানী পাশের (মাধ্যমিক কর্মকর্তার কক্ষ ) কক্ষে ছিলেন।এসময় তাঁর ব্যাগ থেকে ৫ শতাধিক টাকা চুরি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান সবুজ আলোকে জানান, এঘটনায় অফিসের কোন নথিপত্র চুরি হয়নি। শুধু মাত্র ওই দুই কর্মকর্তার ব্যাগ থেকে সামান্য কিছু টাকা খোয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হলে চোর সনাক্তের জন্য পুলিশ সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।