তাড়াশে সরকারী সুফলভোগী পুকুর জালিয়াতির মাধ্যমে বন্দোবস্ত নেয়ার অভিযোগ
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
22 July 2023 , 2:25:55
সিরাজগঞ্জের তাড়াশে জালধোয়া পুকুর নামের একটি ভুমিহীন ও সুফলভোগীদের পুকুর জালিয়াতি করে বন্দোবস্ত করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারী বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, দেশীগ্রামের জামাত আলীর স্ত্রী লালবানু অত্যন্ত গরীব ও হত দরিদ্র। তাদের কোন জমিজমা না থাকায় দেশীগ্রাম মৌজার জেএল নং ৩৪, এস.এ খতিয়ান নং ১, এস.এ দাগ নং ২৪৯/২২০,৫১/১৬৯ দাগে ৭৩শতক পুকুর ও পুকুর পাড়ে বসবাস করে আসছে। এছাড়া জালধোয়া নামের ওই পুকুরটি ২০১১ সাল থেকে প্রয়াত সাবেক সংসদ সদস্য ইসাহাক হোসেন তালুকদার গ্রামের অসহায়, দরিদ্রদের মধ্যে সরকারীভাবে লিজ প্রদান করেন। তখন থেকেই সুফলভোগীরা পুকুরটিতে মাছ চাষ করছেন। কিন্ত একই গ্রামের হানিফ শেখের ছেলে রোস্তম আলী গোপনে সরকারী পুকুরটি ভুমি অফিসের লোকজনের যোগসাজসে কবুলিয়ত (বন্দোবস্ত) করে নেয়।
অভিযোগকারী লাল বানু, আব্দুল বারিকসহ একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালী রুস্তম আলী ভুমি অফিসের লোকজনের যোগসাজসে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত করে নিয়ে আমাদের মত অসহায়,ভুমিহীন মানুষদের উচ্ছেদের পাঁয়তারা করছে। আমরা অতিদ্রুত ভুমিদস্যু রুস্তম আলীর বিরুদ্ধে বন্দোবস্ত বাতিল করে আমাদের বাৎসরিক লীজ প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
অভিযুক্ত প্রভাবশালী রুস্তম আলী বলেন, আমি সরকারী পুকুর ৮ বছর পুর্বে বন্দোবস্ত করে নিয়েছি। এখন ওই পুকুর আমার।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুকুরটি যদি সুফলভোগিদের হয়, তবে কাগজপত্র পর্যালোচনা করে তাদের ন্যায়টা বুঝিয়ে দেয়া হবে।