Uncategorized

নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

  নিউজ ডেস্ক 26 September 2023 , 10:54:01

বাংলাদেশকে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড। এই জয়ে ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। তিন ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে।

আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৯১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীলা।

সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা নাজমুল হোসেন শান্ত। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোল্ড হন অভিষিক্ত জাকিন হাসান। পরের ওভারের প্রথম বলে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম। জাকির ১ ও তামিম ৫ রান করেন। হৃদয় করেন ১৮ রান।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শান্ত-মুশফিক। এ সময় দুজন মিলে গড়েন ৫৩ রানে জুটি। এরপর ব্যক্তিগত ১৮ রানে ফেরেন মুশি। পরের উইকেটে নেমে অ্যাডাম মিলনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ২৭ বলে ২১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩ রান করেন শেখ মাহেদি।

এদিকে একাই লড়ে যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ব্যক্তিগত ইনিংসটা ফিফটির পর শতকে পরিণত করতে পারেননি। ৭৬ রানে আউট হন শান্ত। মাত্র ৮৪ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো। এছাড়া নাসুম ৭, হাসান ১ ও শরিফুল ১ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ আহমেদ।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যাডাম মিলনে। এছাড়া ট্রেন্ট বোল্ট ও কোলে ম্যাকেঞ্জি দুটি করে উইকেট নেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্রা।

রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। শরিফুল ইসলামের করা ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন ওপেনার ফিন অ্যালেন। পরের বলেই ড্যান ফক্সক্রোফটকে ফেরান শরিফুল। টানা দুই বলে দুই উইকেট নিলেও হ্যাটট্রিকের দেখা পাননি তিনি।

এদিকে তৃতীয় উইকেট জুটিতে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন ওপেনার উইল ইয়াং। তাতেই জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ইয়াং। পরে টম ব্লান্ডেলকে নিয়ে জয় নিশ্চিত করেন নিকোলস। ৫০ রানে নিকোলস ও ১৯ রানে ব্লান্ডেল অপরাজিত থাকেন।

তৃতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৩৪.৫ ওভারে ১৭৫/৩, লক্ষ্য ১৭২ ( নিকোলস ৫০*, টম ব্লান্ডেল ২৩*; ফিন অ্যালেন ২৮, ফক্সক্রফট ০, উইল ইয়াং ৭০)

বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৭১/১০ (নাজমুল শান্ত ৭৬, মাহমুদউল্লাহ ২১, তাওহীদ ১৮, মুশফিক ১৮)

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান  মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।