• Uncategorized

    আটঘরিয়ার শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 26 February 2024 , 11:30:36

    পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।

    ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গফুর মিয়া।

    ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন শেখ, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাদের মাখন।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, আটঘরিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাইদুর রহমান ।

    দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৬ টি ইভেন্টে বিদ্যালয় এর প্রায় ৯ শতাধিক  শিক্ষার্থী অংশ নেয়।

    ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলী, মোঃ আব্দুর রাজ্জাক, মোছাঃ মিনুয়ারা খাতুন, মোঃ গাফফার জামান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মোছাঃ জাকিয়া খাতুন, মোঃ মিলন আহমেদ, মোঃ শফিকুল ইসলাম।

    অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন মোঃ আসাব উদ-দৌলা, মোঃ তোজাম্মেল হক শেখ, মোঃ আব্দুল্লাহ আল-হোসাইন, মোঃ শামীম আহমেদ।