• Financial

    ফরিদপুরে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

      আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : 10 July 2024 , 10:33:47

    পাবনার ফরিদপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে বেলা ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের পরিচিতি ও এ,পি,এ বাস্তবায়নের উপরে সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন সমাজসেবা কার্যালয় রাজশাহীর পরিচালক সৈয়দ মোস্তাক হাসান।

    এছাড়া কর্মদল, গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, দলীয় সঞ্চয়, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন সমাজসেবা কার্যালয় রাজশাহীর অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার ।আরো অংশগ্রহণ করেন জেলা সমাজসেবা অফিসার রাশেদুল  কবির সহ অনেকে।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফরিদপুর উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক।