• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় মাদকসেবীর কারাদন্ড 

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 25 October 2023 , 7:22:25

    প্রতীকী ছবি

    পাবনার আটঘরিয়ায় মাদক সেবনের দায়ে সৈকত হোসেন (২৫)  নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‍্যমান আদালত। ওই যুবক উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামের শরিফুল ইসলামের ছেলে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম।

     

    পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সৈকতের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

    পরে ভ্র‍্যাম‍্যমান আদালত পরিচালনা করে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।