• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

      সবুজ আলো ডেস্ক 6 November 2023 , 8:55:01

    0Shares

    পাবনার ঈশ্বরদীতে আগুনে পুড়ে একটি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়েছে।

    আজ সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের হাসান শেখ এর বাড়িতে এ ঘটনা ঘটে। হাসান শেখ পেশায় রাজমিস্ত্র।

    হাসান শেখ গণমাধ্যমে জানান, আগুন লাগার সময় তিনি বাড়ির পার্শ্ববর্তী সাহাপুর হাফিজিয়া মাদ্রাসায় ছিলেন। বাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে দ্রুত এসে স্থানীয় মানুষের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি আরো বলেন, বাড়ির খাট, শোকেচ, আলমিরা এবং নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। ঘরের কোন কিছুই তিনি বের করতে পারেননি।

    রুপপুর গ্রীনসিটি মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু তার আগেই সবকিছু পুড়ে গিয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।