Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ওয়ানডে বিশ্বকাপ; ইংলিশদের কাছে হারল টাইগাররা
সবুজ আলো ডেস্ক
10 October 2023 , 7:35:31
চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে বড় ব্যবধানে হারলো টাইগাররা। আগে ব্যাটিং করে ৩৬৪ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।
অবশেষে জস বাটলারের দলের কাছে সাকিব আল হাসানের বাহিনী হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে। রিস টপলির বলে কূলকিনারা করতে পারেননি তানজিদ হাসান, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান।
মেহেদী হাসান মিরাজকে ফেরান ক্রিস ওকস।
তবুও এক প্রান্ত আগলে ছিলেন লিটন কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন মুশফিক। তবে ৭৬ রানে ওকসের বলে লিটন সাজঘরে ফিরলে চূড়ান্ত বিপর্যয় নামে টাইগার শিবিরে।
মুশফিক-লিটনের ৭২ রানের জুটিই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আজকের ম্যাচে।
লিটনের বিদায়ের পর খানিকটা লড়াই করে সাজ টপলির শিকার হয়ে ৫১ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর তাওহিদ হৃদয় খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাকেও থামতে হয়েছে ৩৯ রানে লিয়াম লিভিংস্টোনের শিকার হয়ে।
সবমিলিয়ে ২২৭ রানে থেমেছে সাকিবের দল। ইংলিশদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছে রিস টপলি। টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৪৮.২ ওভারে ২২৭/১০, লক্ষ্য ৩৬৫ (মোস্তাফিজ ৩*; তানজিদ ১, শান্ত ০, সাকিব ১, মিরাজ৮, লিটন ৭৬, মুশফিকুর রহিম ৫১, তাওহীদ হৃদয় ৩৯, শেখ মেহেদী ১৪, শরিফুল ১২, তাসকিন ১৫)
ফল: ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী।
ইংল্যান্ড ৫০ ওভারে ৩৬৪/৯ (মালান ১৪০, রুট ৮২, বেয়ারস্টো ৫২)
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড এবং রিস টপলি।