Uncategorized

চার বছর আগে মার্কেট নির্মাণ; দোকান বরাদ্দ হয়নি

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 25 June 2024 , 10:30:41

প্রায় চার বছর আগে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার ভাঙ্গুড়ার ময়দানদীঘি বাজারে একটি মার্কেট নির্মাণ করা হয়। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল এই মার্কেটে ১৪ টি দোকান রয়েছে। কিন্তু আজ পর্যন্ত ব্যবসায়ীদের নিকট মার্কেটের দোকান বরাদ্দ দিতে পারেনি উপজেলা প্রশাসন। এতে করে অত্যাধুনিক এই মার্কেটের অবকাঠামোগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। আর প্রতিবছর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপি গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৯ সালের ১৪ জুলাই উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করে। এক বছর পর ২০২০ সালে দ্বিতল এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। দেড় বছর পর ২০২২ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটিতে ১৪ টি দোকান রয়েছে। এর নিচতলায় কাঁচা বাজার, মাছ-মাংস ও মুদির দোকান আর দোতলায় হার্ডওয়ার, গার্মেন্টস ও কসমেটিক্স প্রভৃতির দোকান বসার কথা। এছাড়া এখানে রয়েছে পানি ও টয়লেটের ব্যবস্থা। কিন্তু দোকান বরাদ্দ না দেওয়ায় অত্যাধুনিক সুবিধা সংবলিত এই মার্কেটটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

ময়দানদীঘি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, প্রায় চার বছর আগে মার্কেটের নির্মাণ কাজ শেষ হয়। স্থানীয় ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পেতে আবেদনও করেছেন। কিন্তু দীর্ঘদিনেও ব্যবসায়ীদের মাঝে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, তিনি মার্কেটে একটি দোকান বরাদ্দ চেয়ে দুই বছর আগে আবেদন জমা দিয়েছেন। দোকান বরাদ্দ পেলে সেখানে তিনি গার্মেন্টস ব্যবসা শুরু করবেন। কিন্তু এখন পর্যন্ত দোকান বরাদ্দ দেওয়ার কোন খবর নাই।

উপজেলা প্রকৌশলী মোছা. আফরোজা পারভীন বলেন, নির্মাণ কাজ শেষ করেই ভবনটি উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেবেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, তিনি এলাকায় নতুন যোগদান করেছেন। কি কারণে এতোদিনেও দোকান বরাদ্দ দেওয়া হয়নি, বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।