• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ছুটির দিনে মেট্রোরেলে চড়তে ভিড়

      অনলাইন ডেস্ক 30 December 2022 , 2:16:56

    মেট্রোরেলে চড়তে ছুটির দিনেও ছুটে আসেন হাজারো যাত্রী। প্রয়োজন ছাড়াও অনেকে ভ্রমণের উদ্দেশে আসেন মেট্রোস্টেশনে। শুক্রবার ভোর থেকেই রাজধানীর আগারগাঁও ও উত্তরা স্টেশনে দেখা মিলেছে যাত্রীদের দীর্ঘ সারি।

    বেশ কয়েকজন যাত্রী জানান, ভোরে স্টেশন এলাকায় আসেন তারা। এরপর থেকে মেট্রোরেলে ওঠার জন্য অপেক্ষা করেন। শেষমেশ অনেকে পান মেট্রোরেলের কাঙ্ক্ষিত টিকিট।

    আগারগাঁও স্টেশনের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মাসুদুর রহিম বলেন, সকাল ৮টায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

    বুধবার বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। চালুর পর যাত্রীদের দীর্ঘ লাইন ছিল।