• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    জব্বারের বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

      সবুজ আলো ডেস্ক 25 April 2023 , 11:11:49

    মোহাম্মদ শাহজালাল

    চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার মোহাম্মদ শাহজালাল বলী। গতবারের চ্যাম্পিয়ন তরিকুল ইসলাম জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

    ফাইনাল খেলায় মাত্র ১ মিনিট ২৪ সেকেন্ডের মাথায় অপর প্রতিদ্বন্দ্বী জীবন বলী হার মেনে নেন। এরপর রেফারি শাহজালালকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

    মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে হাজারো মানুষের উপস্থিতিতে এবারের বলি খেলা অনুষ্ঠিত হয়।

    এদিকে, সাবেক চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়। প্রায় ১১ মিনিট ৩৬ সেকেন্ডের লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হন সৃজন।

    দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হয় গতবারের রানার-আপ শাহজালাল বলী। দুই জনের এ লাড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হয় আব্দুন নুর বলী।

    উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে দেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও।