Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তাড়াশ ছাত্রদলের আহবায়ক গ্রেফতার
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
25 May 2023 , 5:30:19
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সরকারী কাজে বাধা ও নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ মে) দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ ফকির তাড়াশ দক্ষিনপাড়ার মৃত উজ্জত ফকিরের ছেলে ও তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরে আলম জানান, রাতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকিরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সলঙ্গা থানার সরকারী কাজে বাধা ও নাশকতা মামলায় সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।