পাবনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান
সবুজ আলো ডেস্ক
10 September 2023 , 9:34:09
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের পক্ষ থেকে বৃত্তি প্রদানের মুহুর্ত।
পাবনায় দরিদ্র ও মেধাবী ৭শ’ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্ত্বরে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. আবদুল খালেক।
জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, এলজিআরডি’র উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাপ হোসেন, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাকো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল ও সংরক্ষিত সদস্য আনোয়ারা আহমেদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।