• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পেরুতে বাস দুর্ঘটনা, নিহত ২৫

      সবুজ আলো ডেস্ক 29 January 2023 , 12:20:47

    ছবি : সংগৃহীত

    লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) ৬০ জন যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় বাসটি। খবর রয়টার্সের।

    খবরে বলা হয়েছে, রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তের দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে উত্তরাঞ্চলীয় আলতো শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তা ছেড়ে পাশের জমিতে নেমে যায় বাসটি। এ সময় অনেকে গাড়ির জানালা থেকে লাফ দেয়। বাকিরা আটকা পড়ে ভেতরে।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি ফিটনেস পরীক্ষায় ঠিকঠাক আছে বলে সার্টিফিকেট পেয়েছিল বাসটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

    পেরুতে এমন সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। সিবিএস নিউজের প্রতিবেদন অনুসারে, কেবল ২০১৬ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২ হাজার ৬০০ জন নিহত হন। ২০১৮ সালে এক বাস দুর্ঘটনায় নিহত হন ৩০ জন।