Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি; দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
26 September 2023 , 7:07:27
পাবনার ভাঙ্গুড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার শরৎনগর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় হাফসা ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং রুম্পা ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
এসময় পাবনার মুখ্য পাট পরিদর্শক হাজ্জাজুর রশীদ ও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করায় ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত রাখা হবে।