• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় পুকুরে ধসে পড়ছে পাকা সড়ক

      সবুজ আলো প্রতিবেদক 20 December 2022 , 5:30:39

    পাবনার ভাঙ্গুড়ায় পুকুরে ধসে পড়ছে একটি পাকা সড়ক। গত কয়েক বছরে সড়কটি একাধিকবার সংস্কার করা হলেও ধস রোধ করা যাচ্ছে না। সড়কটি ভাঙ্গুড়ায় পৌরসভার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাটুলীপাড়া চৌরাস্তা আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের একপাশ ঘেঁষে স্থানীয় প্রভাবশালীরা একাধিক পুকুর খনন করেছেন। এখন সড়কটির বেশির ভাগ অংশ এসব পুকুরে ধসে পড়ছে।

    সরেজমিন গিয়ে দেখা যায়, এসড়কটি দিয়ে প্রতিদিন মানুষসহ শত,শত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির এক পাশ ঘেঁষে স্থানীয় কয়েকজন ব্যক্তি ১০/১২ টি পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। এতে করে ঝুঁকিতে পড়েছে পাকা সড়কটি। বর্তমানে সড়কটির বেশিরভাগ অংশ পুকুরে ধসে পড়ছে । এতে করে সড়কটি দিয়ে যাতায়াতে এলাকাবাসিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    স্থানীয়রা জানান, সড়কটির একপাশ ঘেঁষে পুকুর খনন করায় একাধিকবার সংস্কার করেও ধস রোধ করা যাচ্ছে না। সামান্য বৃষ্টি ও যানবাহনের চাপে সড়কটি ধসে যাচ্ছে। পুকুর মালিকরা পুকুরের পাড় বেঁধে দিলে সড়কটি ভাঙত না।

    তোরাব আলীসহ কয়েকজন ভ্যান চালক জানান,’ সড়কটির অবস্থা খুব খারাপ। ওই সড়ক দিয়ে তারা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছেন না। অন্য সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাদের।তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান ।’

    ওই গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া বিটিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত জানান, ‘পুকুরের কারণে সড়কটি টিকছে না। সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।’

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আফরোজা আক্তার জানান, একাধিকবার সংস্কার করেও সড়কটির ধস রোধ করা যাচ্ছে না। পুকুর মালিকদের চিঠি দিয়ে সরকারি রাস্তা সংরক্ষণের জন্য পুকুরের পাড় বাঁধতে বলা হলেও তাতে তারা কর্ণপাত করছেন না।’