Uncategorized

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২১ মামলা দায়ের

  সবুজ আলো প্রতিবেদক 20 February 2023 , 9:12:56

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি)  পৌরসভার ২১ টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইন্সেস না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় অভিযানে তাকে সহায়তা প্রদান করেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩ টি ,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭ টি এবং দন্ডবিধি ১৮৮ ধারায় ১ টি মোট ২১ টি মামলা দায়ের হয়।এসকল মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’