Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ভাঙ্গুড়ায় শিশুকে ছুরি মেরে জখম; ৩ কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
17 September 2023 , 6:21:53
গ্রেপ্তার হওয়া তিন কিশোর। ছবি: সংগৃহীত।
পাবনার ভাঙ্গুড়ায় সজিব আহমেদ (১২) নামের এক শিশুকে ছুরি মেরে জখম করার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলো- রাব্বি হোসেন(১২), মোস্তাকিন শান্ত(১৪) এবং বাক প্রতিবন্ধী কাওসার আলী(১৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় ও অপরজনের বাড়ি দক্ষিণ মেন্দা পালপাড়া মহল্লায়।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় তাদেরকে আটক করা হয়। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাঁদেরকে পাবনা আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।
শিশু সজিবের পিতা নুরুন্নবী জানান, গত শনিবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বি,শান্ত ও কাওসার মিলে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত ঘরে সজিবকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা সজিবের মুখে গামছা ঢুকিয়ে পেটের ডান পাশে ছুরি মেরে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজ রবিবার সকালে আটককৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়। বয়স কম হওয়ায় আদালতের নির্দেশে তাঁদেরকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে ।