• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    রংপুরে বাস খাদে পড়ে নিহত ২

      নিউজ ডেস্ক 11 March 2023 , 2:39:19

    রংপুরের পাগলাপীর বটতোলা এলাকায় ময়না পরিবহনের বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

    শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুরের পাগলাপীর ভিন্নজগৎ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ।

    গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন গণমাধ্যমে জানান, জলঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের এক বাস সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পাগলাপীর পার হয়ে বটতলা নামক স্থানে ভিন্ন জগৎ সড়কের খাদে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা গেছেন। একজনের আনুমানিক বয়স ২৫ ও অন্যজনের ৪৫ হবে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

    গাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।