• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১ আগস্ট

      সবুজ আলো ডেস্ক 20 July 2023 , 8:13:17

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

    বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই বছরের গত ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার ৩ (১১) নম্বর সিদ্ধান্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর এসব তারিখ নির্ধারণ করা হয়।

    চলতি বছরে কোটা বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। এ ছাড়া বিশেষ কোটায় ৫৩৭ জন ভর্তির সুযোগ পাবেন। গত ৬ জুন ‘এ’ ও ‘বি’ ইউনিটের এবং ৫ জুন ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়।

    এর আগে, ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা চার পালায় অনুষ্ঠিত হয়। প্রতি ইউনিটে পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং চতুর্থ গ্রুপের পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হয়।