• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হত্যা মামলার আসামি মমিন রিমান্ডে

      সবুজ আলো প্রতিবেদক 28 March 2023 , 10:33:30

    ছবি : সংগৃহীত

    পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি আব্দুল মমিনের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনা দায়রা জজ আদালতের বিচারক শামসুজ্জামান এ আদেশ দেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে শুনানী শেষে পাবনা আমলী আদালত-২ এর বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রোববার (২৬ মার্চ) রাতে তাকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে পলাতক অবস্থায় মমিনকে গ্রেফতার করে র‌্যাব-১২।

    এর আগে দুইদিনের রিমান্ডে নেওয়া হয় মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে সম্রাটের পিতা আবু বক্কার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।