Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
শুটিং সেটে আহত শাহরুখ খান
সবুজ আলো ডেস্ক
4 July 2023 , 2:41:29
আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং খান লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে অবস্থান করছিলেন। এসময় তার নাকে আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত বন্ধ করার জন্য ছোটো অস্ত্রোপচার করায়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।’
বলিউডের জনপ্রিয় এই তারকা বর্তমানে ভারতে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন। এখান থেকেই সুস্থ হবেন।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ। সেটে শুটিংয়ের সময় আঘাত পান নাকে। পরে রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় নায়ককে।
টিম এসআরকেকে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কারণ নেই। তবে রক্তপাত বন্ধ করার জন্য ছোট্ট একটি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখা যায় তারকাকে। আর আপাতত নিজ দেশে ফেরার পর অনেকটাই সুস্থ আছেন শাহরুখ।