• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সাঁথিয়ায় বাল্যবিয়ে দেওয়ায় কাজিসহ গ্রেফতার ২

      সবুজ আলো ডেস্ক 4 May 2024 , 9:45:59

    প্রতীকী ছবি

    পাবনার সাঁথিয়ায় জন্ম সনদ জাল করে বাল্য বিয়ে দেওয়ায় আতাইকুলা ইউনিয়ন কাজিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ওই ইউনিয়নের কাজি হাসিবুর রহমান রুমি ও বরের বাবা আবুল কালাম।

    জানা যায়, পাবনা সদর থানার তেলীগ্রামের ওসমান গনির ১৫ বছরের নাবালিকা মেয়ের জন্ম সনদ জাল করে আতাইকুলা ইউপির কাজি হাসিবুর রহমান রুমি সাঁথিয়া উপজেলার তেলকপি গ্রামের আবুল কালামের প্রবাসী ছেলে মিরাজের সাথে বিয়ে দেন।

    এ ঘটনায় ওসমান গনি বাদি হয়ে ৪জন নামীয়সহ অজ্ঞাত কয়েকজনের নামে আতাইকুলা থানায় মামলা করেন। পুলিশ পরদিন কাজি রুমি ও বরের বাবা আবুল কালামকে আটক করে গত শুক্রবার আদালতে প্রেরণ করে।

    আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্য বিয়ে দেওয়ায় কাজিকে ও সহযোগিতার জন্য বরের পিতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বর সিরাজসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।