• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ১৪ জুন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

      নিউজ ডেস্ক 27 May 2023 , 3:23:20

    আগামী ২৯ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে নিয়ে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে।

    রেলপথ মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি বিক্রি হয়েছে। এবার এই সংখ্যা আরও কয়েক হাজার বাড়ানো হতে পারে। গতবার সকাল ৮টা থেকে একযোগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়াতে অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। তাই এবার দুই সিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে।

    আগামী ২৯ জুন ঈদের দিন ধরে ২৪ জুনের টিকিট ১৪ জুন, ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হতে পারে। অন্যদিকে ঈদ পরবর্তী ফিরতি টিকিটের ক্ষেত্রে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন; ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন; ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন; ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হতে পারে।

    দুটি সিডিউলে অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেন এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া গতবারের মতো এবারও টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না।