Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
সবুজ আলো ডেস্ক
18 February 2024 , 9:29:17
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি সূত্র জানায়, ‘এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সভায়।’
পরীক্ষায় অংশগ্রহণকারীরা এই লিংকে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। গত শুক্রবার প্রবেশপত্র প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিংকে প্রবেশ করে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
এর আগে আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নির্ধারিত সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।