• Uncategorized

    আজ সরস্বতী পূজা

      সবুজ আলো ডেস্ক 26 January 2023 , 8:37:14

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)।

    হিন্দু শাস্ত্রমতে, সরস্বতী হচ্ছে বিদ্যা ও সুর-সঙ্গীতের দেবী। জ্ঞান ও বাগ্মিতার অফুরন্ত ভান্ডার রয়েছে তাঁর দখলে। জ্ঞানলাভের আশায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরস্বতী দেবীর আরাধনায় নিমগ্ন হন। তাই বিদ্যাদেবীর আরাধনায় ফুল-বিল্বপত্রের পাশাপাশি পুস্তকও প্রয়োজন হয়। দেবীর পায়ে অঞ্জলি দেয়ার পর কাঁটা দিয়ে লবণমুক্ত চিতই পিঠা খেয়েই উপোস ভাঙে পূজার্থীরা।

    পঞ্জিকা মতে, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টা ৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে তিথি শেষ হবে।

    রাজধানীসহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লায় অস্থায়ী মন্ডপে মহাসমারোহে পূজার আয়োজন করা হয়েছে। মন্দির ও মন্ডপগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।