পাবনা

আটঘরিয়ায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী 

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ৮ জুন ২০২৩ , ৫:৪৬:২৮

পাবনার আটঘরিয়ায় কম্পিউটার শিক্ষা, ট্রাবলসুটিং ও পরিচালনা বিষয়ে ১০ দিন ব‍্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল‍্যাবে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামর মোঃ রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন উক্ত বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ও শেখ রাসেল ডিজিটাল ল‍্যাব স্থাপন প্রকল্পের ব‍্যবস্থাপনায় প্রশিক্ষণে ২০ জন শিক্ষক অংশ নেয়।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মোঃ জুবায়ের হাসান।