২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে পাবনার আটঘরিয়ায় আটঘরিয়া সিসিডিবি’র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংর্বধনা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি করা হয়।
আটঘরিয়া সিসিডিবি কার্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারী সিসিডিবি এমএফপি আটঘরিয়ার মো: হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিডিবি এমএফপি ঢাকা জোনের জোনাল ম্যানেজার রঞ্জিত কুমার সাহা, সিসিডিবি এমএফপি রাজশাহী জোনের ম্যানেজার আবু সাঈদ, সিপিআর সিসিডিবি জালালপুর এলাকা ব্যবস্থাপক মিঃ ড্যানিশ মারান্ড, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, সিসিডিবি হেড অফ এমএফপি সোলায়মান সিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম হোসেন।
উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন তাদের মতামত ব্যক্ত করেন।
সিসিডিবি এলাকা সমন্বয়কারী মো: হেলাল উদ্দিন জানান, ২০২২ ইং সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা এবং বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সিসিডিবি এমএফপি আটঘরিয়া শাখায় ৮ জন, দেবোত্তর শাখায় ২ জন, ভাঙ্গুড়া শাখায় ৬ জন, মুলাডুলি শাখায় ১০ জন, পাবনা শাখায় ৬ জন, এবং চাটমোহর শাখায় ৩ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।