• Uncategorized

    গুরুদাসপুরে গোপালভোগ আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

      আলী আক্কাছ, গুরুদাসপুর (নাটোর) : 20 May 2023 , 9:49:09

    বক্তব্য রাখছেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। ছবি : আলী আক্কাছ

    নাটোরের গুরুদাসপুর উপজেলায় গোপালভোগ আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (২০ মে) গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর মিজানুর রহমানের বাগানে গাছ থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে আম সংগ্রহের উদ্বোধন করা হয়।

    গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোপালভোগ আম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান আম বাগান মালিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

    জানা যায়, নাটোর জেলাতে এবছর ৫ হাজার ৭শ’ ৩৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গুরুদাসপুর উপজেলাতে ২শ’ ৯২ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলা ও উপজেলাসহ গড়ে প্রতি হেক্টরের উৎপাদন প্রায় ১৩.৯ মেট্রিক টন। ইতোমধ্যে নির্ধারিত সময় অনুযায়ী গত ৫ মে হতে বাজারে বিভিন্ন জাতের গুটি আম বাজারজাতকরণ শুরু হয়েছে। শনিবার ২০ মে হতে শুরু হয়েছে গোপালভোগ আম সংগ্রহ।

    বাগান মালিক মিজানুর রহমান, মন্টু মিয়া, রহমত আলী, টিপু সুলতান, আতিক মিয়া, রানা আহম্মেদসহ অনেকেই জানান, এবছর আমের ফলন ভালো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশমতে গুটি কাঁচা আম গত ৫ মে ও পাকা গুটি আম গত ১৫ মে হতে বাজারজাত শুরু করি। এতে আমের পরিপক্কতা আসায় বাজারে বিক্রিতে ভাল দাম পাওয়া গেছে। নির্দিষ্ট সময়ে গোপালভোগ সংগ্রহ শুরু হওয়ায় বাজারে বিক্রিতে ভাল দাম পাওয়া যাবে বলে মনে করেন তাঁরা।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, ‘এবছর আবহাওয়া ভাল থাকায় আমের ফলন ভালো হয়েছে। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন।’

    জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, ‘নির্ধারিত সময়ে বাগান থেকে আম সংগ্রহ শুরু করা হয়েছে। এখন এই আম দেশের বিভিন্ন জায়গা পৌঁছে যাবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ফলন ভালো হয়েছে। বাজার দরও বেশ ভালো। ফলে আম চাষি ভাইয়েরা এবার লাভবান হবেন।’