নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে পৌর ক্যাম্পাসে বাজেট ঘোষণা করেন মেয়র মো. শাহনেওয়াজ আলী।
বাজেটে মোট রাজস্ব আয় ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা এবং স্থিতি ধরা হয়েছে ৫৮ লাখ ৩২ হাজার ৯৬৭ টাকা।
বাজেট অনুষ্ঠানে মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান আলী, হিসাব রক্ষক নূরুজ্জামান টিবলু, সাবেক অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, গুরুদাসপুর পৌর জাপা (রওশন এরশাদ) সভাপতি মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, কাউন্সিলর শেখ সবুজ, ইমাম হাছাইন পিন্টু, শমসের আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনা শেষে পৌরবাসীর বিভিন্ন অভিযোগ শুনেন এবং মতামত গ্রহণ করেন মেয়র শাহনেওয়াজ আলী ।
বাজেট সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।