আবহাওয়া

ঘূর্ণিঝড় মোখা, কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি

  নিউজ ডেস্ক ১৩ মে ২০২৩ , ২:৪৪:২৭

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের উপকূলের কাছাকাছি ধেয়ে আসায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ দেখাতে বলা হয়েছে। 

দুর্যোগ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান শনিবার (১৩ মে) সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে।

‘কক্সবাজার বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর সিদ্ধান্ত হয়েছে।’

অবশ্য এর আগে শনিবার সকালের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আর পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।

উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের কাছের দ্বীপ ও চরাঞ্চলগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।