Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চাটমোহরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
সবুজ আলো ডেস্ক
25 September 2023 , 10:08:29
প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে বিআরডিবি’র আওতাভূক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে ১৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন মিয়া মাছ প্রতীকে ৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (চেয়ার) পেয়েছেন ৫৪ ভোট।
নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম।