প্রচ্ছদ » খেলাধুলা » চাটমোহরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাটমোহরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সবুজ আলো প্রতিবেদক
১২ জুন ২০২৩ , ১১:১৯:৩৬
চ্যাম্পিয়ন 'মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ' এর খেলোয়ারেরা। ছবি : তুষার
পাবনার চাটমোহরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ।
সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে চাটমোহর বালুচর খেলার মাঠে বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, থানার ওসি (তদন্ত) নয়ন সরকার, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ডিবিগ্রামের চেয়ারম্যান শামীম হোসাইন প্রমূখ।
ফাইনাল খেলায় চাটমোহর পৌরসভা টিম ও মুলগ্রাম ইউনিয়ন টিম অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে মুলগ্রাম ইউনিয়ন টিম ৪-৩ গোলে চাটমোহর পৌরসভা ফুটবল টিমকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলসহ অতিথিরা।
৫ দিন ব্যাপী এ টুর্নামেন্টে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিম অংশগ্রহণ করে।