Uncategorized

চাটমোহরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ১৫ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান

  নিউজ ডেস্ক 25 September 2023 , 8:36:15

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শুভসংঘের উদ্যোগে ১৫ জন অসচ্ছল নারীকে এক মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই সেলাই মেশিন গুলো নারীদের হাতে তুলে দেন, প্রখ্যাত কথা সাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

 

সেলাই মেশিন পেয়ে আবেগ আপ্লুত হয়ে বিধাব নারী হাসি খাতুন বলেন, ১২ বছর আগে আমার বিয়ে হয় চাটমোহর পৌর শহরের দোলং মহল্লার একজন দোকান কর্মচারীর সাথে। সুখে শান্তিতেই চলছিল আমাদের সংসার। আমার এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের ৯ বছরের মাথায় আমার স্বামী ষ্ট্রোক করে মারা যান। তখন থেকেই বাবার বাড়িতে চলে আসি। বাবাও বৃদ্ধ হয়ে গেছেন। বড় ভাই যতটুকু সম্ভব আমাদের দেখাশুনা করেন। নিজেকে খুব অভাগা মনে হয় বাপ ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে। শুভসংঘের মাধ্যমে সেলাই প্রশিক্ষনে আসার পর থেকেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। অন্তত বাবা ভাইয়ের বোঝা থেকে একটু হলেও নিজেকে নিজের মতো করে চলতে পরবো।

 

স্বামী পরিত্যক্তা নারী শাপলা খাতুন বলেন, তিন বছর আগে আমার বিয়ে হয় ভাঙ্গুড়া উপজেলায় একজন দিন মজুরের সাথে। বিয়ের পর থেকেই ছোট খাটো বিষয় নিয়ে আমাকে বেধড়ক মারপিট করতো। ঠিক মতো সংসারে খরচ দিতো না। তারপরও তার সংসার করতে চেয়েছি। পিট দেয়ালে ঠেকে গেছে তার নির্যাতন সইতে সইতে। আমার বাবা এই বিষয়টি বুঝতে পেরে আমাকে নিয়ে আসেন বাড়িতে। এরপর সে আমাকে ত্যাগ করে। আর কোন খোজ খবর নেয়না। প্রায় দুই বছর হয়ে গেলো আমি বৃদ্ধ বাবার বাড়িতে আছি। দেড় বছরের একটা সন্তানও রয়েছে আমার। বাবাও আর পারছেন না আমার সহ সন্তানের খাবার সহ অন্যান্য খরচ বহন করতে। খুব চিন্তায় ছিলাম। অবশেষে এমন সময় এক সু সংবাদ দিলো শুভসংঘের সদস্যরা। তারা আমাকে ডেকে এনে সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করে দিয়েছে এবং আজ আমাকে স্বাবলম্বি করতে সেলাই মেশিন দেওয়া হলো। আজ মনে হচ্ছে আমি নতুন জীবন পেলাম।

 

শুধু শাপলা খাতুন, হাসি খাতুন ও আরিফা খাতুন ই নয় এরকম অসচ্ছল অসহায় আরো ১৩ জন নারীর জীবনেই রয়েছে অজানা জীবন সংসারের দুর্বিসহ যন্ত্রনার গল্প। তবে তারা সবাই এখন বসুন্ধরা গ্রæপের সহায়তায় স্বাবলম্বি হওয়ার স্বপ্ন বুনছেন। নতুন করে সবাই জীবন সাজাবেন এবং পরিবার সমাজ ও মানুষের কল্যানে ভুমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সবার।

শুভসংঘ চাটমোহর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজনের সভাপতিত্বে উক্ত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফিরোজা পারভীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা মোখলেছুর রহমান বিদ্যুৎ, শুভসংঘের উপদেষ্টা নূরে আলম মঞ্জু, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি কামরুন নাহার লুনা, সাধারন সম্পাদক শফিকুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদ হোসাইন, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সহ কোষাধ্যক্ষ সজীব হুমায়ূন, সদস্য শেখ জাবের আল সিহাব, জাহাঙ্গীর আলম, কালাম হোসেন সহ আরো অনেকে।

 

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন, কালের কণ্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু।