• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন পাবনা শাখার শীতবস্ত্র বিতরণ

      নিজস্ব প্রতিবেদক : 28 January 2024 , 5:37:49

    রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার উদ্যোগে চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নিমাই চড়া ইউনিয়নের করকোলা গ্রামে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।

    রাজশাহী এ্যালামনাই এসোসিয়েশন (রুয়া) পাবনা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও সম্প্রদায় প্রধান খিতিস দাস।

    সবশেষে আগত অতিথিবৃন্দ দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।