আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 25 March 2023 , 5:43:09
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে গোলাপ আলী (৪০) নামের এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার মহিষলুটি এলাকায় অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিষ্ট্রেট ও তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি।
সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়া দিঘী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গোলাপ আলী।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার মহিষলুটি-মান্নানগর এলাকার মাঝে ফসলি জমিতে পুকুর খনন করছে এবং সেই মাটি বিভিন্ন স্থানে ট্রাকে তুলে বিক্রি করে আসছিলেন এমন সংবাদ পেয়ে সঙ্গে একদল পুলিশ নিয়ে একজনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক গোলাপ আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ’।