• Uncategorized

    তাড়াশে আগাম জাতের ধান কাটা শুরু

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 18 April 2023 , 3:53:56

    শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশে আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।ধানের বাম্পার ফলনে এবং ভালো দাম পেয়ে কৃষকরা বেজায় খুশি।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে তাড়াশে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩৬০ হেক্টর। আর চাষ হয়েছে হয়েছে ২২ হাজার ৪৪৮ হেক্টর জমিতে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে নতুন ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। হাট-বাজারেও ক্রয়-বিক্রয় শুরু হয়েছে।

    তাড়াশ উপজেলার বারুহাস, রানীরহাট, তালম, দেশীগ্রাম, কাটাগাড়ীসহ বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে বিভিন্ন হাট-বাজারে নতুন ধান ব্রি-৯০, প্রতি মণ ২ হাজার ৫শ’ টাকা, সুবললতা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, ব্রি-৮৯ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ’ টাকা, ব্রি-২৮ জাতের ধান ১ হাজার ৬০০ টাকা থেকে ১হাজার ৮০০ টাকা মণ বিক্রি হচ্ছে। তবে নতুন আমন ধান কাটা শুরু হলেও হাট-বাজারগুলোতে চালের বাজারে এর প্রভাব নেই।

    উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামের শ্যামল কুমার মাহাতো জানান, এ বছর আমাদের এখানে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু করেছি। অন্য বছরের তুলনায় এবারের ধানের ফলন বেশি হওয়ায় আমরা সুখের মুখ দেখছি। হাট-বাজারে ধানের দামও ভালো। এবার ধান বিক্রি করে শুধু খরচই না, বেশ লাভও হচ্ছে। এছাড়া খড়ের দামও অনেক।

    তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ধানের বাম্পার ফলন ও ভলো দাম পেয়ে কৃষকরা খুশি। আবহাওয়া অনুকলে থাকলে আগামী ২/৩ সপ্তাহের মধ্যে কৃষকেরা আগাম জাতের ধান কেটে ঘরে তুলতে পারবেন। আমাদের কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।’