• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাড়াশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 24 April 2023 , 2:30:32

    খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি : আশরাফুল ইসলাম রনি

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমকালো আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৩ এপ্রিল) ঈদের দিন উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি খেলার মাঠে ইশ্বরপুর ক্রিকেট একাডেমির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মোনায়েম হোসেন জেমস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আতিক শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্নসাধারন সম্পাদক নাসির সরদার, ইউপি সদস্য সুজন সরদার, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মস্তোফা সোহাগ ও সগুনা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন সহ অনেকে।

    একদিনের ক্রিকেট টুর্নামেন্টের খেলায় দুটি দল অংশ গ্রহন করে। খেলায় সোনার বাংলা ক্রিকেট একাদশ বনাম স্বাধীন বাংলা ক্রিকেট একাদশ এর মধ্যকার ফাইনাল খেলায় স্বাধীন বাংলা ক্রিকেট একাদশ বিজয়ী হয়।

    খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।