দেশজুড়ে

তাড়াশে ট্রাক উল্টে যুবক নিহত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ১৬ মার্চ ২০২৩ , ৩:১২:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নানগর এলাকায় ট্রাক উল্টে আসলাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর সমবায় পেট্রোলপাম্প এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের হামিন দামিন গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হাসান অনিক বলেন, ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে উল্টে যায়। এতে ট্রাকের ভিতরে ঘুমিয়ে থাকা আসলাম হোসেন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।