দেশজুড়ে

তাড়াশে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪১:২০

সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনু্িষ্ঠত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

মডেল কেয়ারটেকার মো: আব্দুল মাজিদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোবাশ্বির হোসেন, উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইছমাইল হোসেন, তাড়াশ থানার এস আই মো: মমিনুর রহমান, সাধারন কেয়ারটেকার শাহেদ আলী, মাওলানা আছাদুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মো: আনিছুর রহমান।

সম্মেলন শেষে মাওলানা মো: সাইফুল ইসলাম দেশ ও জাতির কল্যান কামনা করেবিশেষ মোনাজাত পরিচালনা করেন।