খেলাধুলা

তৃতীয় স্থানের লড়াইয়ে আজ মুখোমুখি ক্রোয়েশিয়া-মরক্কো

  অনলাইন ডেক্স ১৭ ডিসেম্বর ২০২২ , ৯:৩০:৩৯

আজ (শনিবার) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ক্রোয়েশিয়া-মরক্কো। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে এবার ইতিহাসের পাতায় নাম লেখানো মরক্কো।

আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও এবার অনেক বেশি অর্জন করেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। তবে শেষ ম্যাচটিকেও গুরুত্বহীন মনে করতে চান না কোচ।

ওয়ালিদ বলেন, যদি ভিন্ন কিছু হতো আর আমরা ফাইনালে খেলতাম, তবে ভালো লাগতো। তবে এখন আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমি জানি, চতুর্থ হয়ে শেষ করার চেয়ে তৃতীয় হওয়াটা কত গুরুত্বপূর্ণ।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও বলেন, আমাদের জন্য এটা বড় ফাইনাল, বড় ম্যাচ এবং মেডেলের জন্য লড়াই। সঙ্গে যোগ করেন, মরক্কো দলটির জন্য আমাদের অনেক শ্রদ্ধা। তারা এই টুর্নামেন্টে সত্যিই বিস্ময় সৃষ্টি করেছে, অনেক কিছু অর্জন করেছে। তারাও আমাদের মতোই ভাবছে। তাদের জন্যও এটা বড় ম্যাচ।