পাবনা

পাবনায় নকল বিড়ি ও ব্যান্ডরোলসহ আটক-১

  সবুজ আলো ডেস্ক ২৩ জানুয়ারি ২০২৩ , ১০:৩৫:৪১

পাবনায় নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলসহ একজনকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার (২৩ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে আতাইকুলা থানাধীন রঘুরামপুর থেকে তাকে আটক করা হয়।

পাবনা র‌্যাব-১২, অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম জানান, সোমবার ভোর রাত ৩ টায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আতাইকুলা থানাধীন ০৫ নং লক্ষীপুর ইউপি’র ০৪ নং ওয়ার্ডের রঘুরামপুর গ্রামের আবু তালেব এর বসত ঘরে অভিযান চালিয়ে ৭,০০,০০০ (সাত লক্ষ) শলাকা নকল বিড়ি, ১০,০০০ টি নকল ব্যান্ডরোল, ০১টি মোবাইল, ০১টি সিমকার্ডসহ ০১ জন নকল বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু তালেব (৫৫), আতাইকুলা থানাধীন রঘুরামপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।

এ সময় নকল বিড়ি তৈরীর মুল হোতা পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল বিড়ি এবং নকল ব্যান্ডরোল তৈরী করে নকল বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

ধৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তালেব (৫৫) কে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।