• Uncategorized

    বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, জরিমানা

      নিউজ ডেস্ক 25 August 2023 , 10:47:02

    সংগৃহীত ছবি

    বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে তিনটি আন্তঃনগর ট্রেনের ৩০৬ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৯৭ হাজার ৮৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

    বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৮টা থেকে শুরু করে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী রাত্রিকালীন এসব ট্রেনে অভিযান চালান পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

    শুক্রবার দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।

    আন্তঃনগর ওই ট্রেনগুলো হলো- ৭৫৭ নাম্বার ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঢাকা থেকে কুড়িগ্রামগামী ৭৯৭ নাম্বার ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ঢাকা থেকে লালমনিরহাটগামী ৭৫২ নাম্বার ‘লালমনি এক্সপ্রেস’।

    অভিযান চালানো স্টেশনগুলো হলো- ঢাকার জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু (পূর্ব) (পশ্চিম) উল্লাপাড়া, বড়ালব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস স্টেশন নাটোর, জয়পুরহাট, সান্তাহার, বগুড়া।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মাসুম বিল্লাহ, গোলাম জাকিরসহ ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।