সবুজ আলো ডেস্ক 20 January 2023 , 9:49:53
বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। ১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টাঙানো হয়েছে বিশাল প্যান্ডেল। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত ১৩ জানুয়ারি বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ।
আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন আজ থেকে। ২য় পর্বের ইজতেমা শেষ হবে ২২ জানুয়ারি।