• Uncategorized

    বৃষ্টি আইনে ১৭ রানে হারল বাংলাদেশ

      নিউজ ডেস্ক 5 July 2023 , 11:24:16

    বৃষ্টির হানা। ছবি : সংগৃহীত

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে নেমে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা। জবাবে নেমে ২১.৪ ওভারে ৮৩ রান তুলে আফগানরা।

    রান তাড়া করতে নেমে দেখে-শুনে খেলছিলেন দুই আফগান ব্যাটার। ওপেনিং জুটিতে যেন বাংলাদেশের বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেলেন তারা। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। সাকিব আল হাসানের বলে ব্যক্তিগত ২২ রানে আউট হন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। পরের উইকেটে নেমে মাত্র ৮ রান করেন রহমত শাহ।

    এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে একটি বলও মাঠে গড়ায়নি। ৪১ রানে ইব্রাহিম জাদরান ও ৯ রানে হাসমতউল্লাহ শহীদি অপরাজিত থাকেন।

    এর আগে ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান দলনেতা হাসমতউল্লাহ শহীদি। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই টাইগার ওপেনার। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন তামিম। আরেক ওপেনার লিটন করেন ২৬ রান। আর শান্তর ব্যাটে আসে ১২ রান।

    এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৫ বলে ১৪ রান করে আউট হন তিনি। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন মুশফিকুর রহিম। আসা-যাওয়ার মিছিয়ে যোগ দেন আফিফ-মিরাজ। আফিফ ৪ ও মিরাজ ৫ রান করেন।

    এদিকে একাই লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়। দেখে-শুনে খেলতে থাকা এই ব্যাটার তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ফজলহক ফারুকীর বলে কটবিহাইন্ড হন ব্যক্তিগত ৫০ রানে। এছাড়া তাসকিন আহমেদ ৭, হাসান মাহমুদ ৮ ও মুস্তাফিজুর রহমান ৩ রান করেন। ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলে টাইগাররা।

    প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর
    আফগানিস্তান ২১.৪ ওভারে ৮৩/২; বৃষ্টি আইনে লক্ষ্য ৪৩ ওভারে ১৬৪ (ইব্রাহিম জাদরান ৪১*, হাশমতউল্লাহ ৯*; রহমত শাহ ৮, রহমানুল্লাহ গুরবাজ ২২)

    বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯ ( মোস্তাফিজুর ৩*, হাসান ৮*; হৃদয় ৫১, তাসকিন ৭, মিরাজ ৫, আফিফ ৪, মুশফিক ১, সাকিব ১৫, শান্ত ১২, লিটন ২৬, তামিম ১৩) বনাম আফগানিস্তান।