Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
বড়াইগ্রামে প্রাইভেটকার-অটোভ্যানের সংঘর্ষ; অটোভ্যান চালক নিহত
নিউজ ডেস্ক
30 January 2024 , 10:15:55
নাটোরের বড়াইগ্রামে পাজেরো জিপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোভ্যানের সংঘর্ষে মফিজুল ইসলাম নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মফিজুল ইসলাম রাজশাহীর বহরমপুর এলাকার আনসার আলী ছেলে। সে বনপাড়ার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস করেন।
জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে নিহত মফিজুল ইসলাম অটোভ্যান নিয়ে মহিষভাঙ্গা এলাকা থেকে বনপাড়া বাজারে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী পাজেরো জিপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, পাজেরো জিপটি আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।