• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় আনসার কমান্ডার সাখাওয়াতের মানবিকতা

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 27 April 2024 , 6:11:36

    পাবনার ভাঙ্গুড়ায় তীব্র গরমে খেটে খাওয়া ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি, স্যালাইন ও লেবুর শরবত বিতরণ করেছেন শেখ সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি।আজ শনিবার(২৭ এপ্রিল) দুপুরে পৌরসভার শরৎনগর বাজার এলাকায় তার ব্যক্তিগত অর্থায়নে পানি, স্যালাইন ও শরবত বিতরণ করেন তিনি।

    সাখাওয়াত  হোসেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন।তার বাড়ি পৌর শহরের মাস্টার পাড়া মহল্লায়।তিনি ওই মহল্লার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো.আব্দুস সামাদের ছেলে।

    জানা গেছে, আনসার বাহিনীতে যোগদানের পর থেকেই সাখাওয়াত জনহিতকর বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

    কয়েক বছর আগে সাখাওয়াতের নেতৃত্বে আনসার সদস্যরা উপজেলার এক দরিদ্র কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আলোচনায় আসেন।

    এছাড়া তার পরোপকারী নানা কাজের জন্য মানবিক আনসার কমান্ডার হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।

    শেখ সাখাওয়াত হোসেন বলেন,আনসার সদস্যরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন।তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়েছে।বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছেন বেশি।তাই এসকল মানুষদের গরমে  কিছুটা স্বস্তি দিতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

    উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল-জনহিতকর এমন কাজে সম্পৃক্ত রাখার জন্য সাখাওয়াতের ভূয়সী প্রশংসা করেন।